চট্টগ্রামে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য ঘাটতি। গত তিন বছরে এই সংকট প্রকট হয়েছে। বর্তমানে বছরে চট্টগ্রামে খাদ্য ঘাটতি সোয়া চার লাখ মেট্রিক টন। ঘাটতি মেটাতে অন্য জেলার দিকে চেয়ে থাকতে হয় বাণিজ্যিক নগরকে। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩-১৪ সালে চট্টগ্রাম নগর ও জেলায় খাদ্য ঘাটতি ছিল চার লাখ ২৫ হাজার ১১২ টন। ওই সময় চট্টগ্রামের জনসংখ্যা ছিল ৮০ লাখ ২৫ হাজার ৩৩৫ জন। এর মধ্যে শিশুকে বাদ দিলে খাদ্যগ্রহণকারী লোক হিসাব করা হয় ৭১ লাখ ৪২ হাজার। একই বছর তিন মৌসুমে...

